করোনাভাইরাসে ব্যাংক কর্মকর্তার মৃত্যু
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দ্য সিটি ব্যাংকের একজন কর্মকর্তার মৃত্যু হয়েছে। তার নাম মুজতবা শাহরিয়ার।
রবিবার (২৬ এপ্রিল) সকাল সাড়ে আটটা থেকে নয়টার মধ্যে তার মৃত্যু হয়ে বলে জানিয়েছেন মুগদা জেনারেল হাসপাতালের কোভিড-১৯ বিষয়ক টিমের প্রধান সমন্বয়ক ডা. মাহবুবুর রহমান।
বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, উনা ডায়াবেটিস ছিল। আমাদের এখানে আসার পর কোভিড-১৯ সন্দেহ করে তার নমুনা পরীক্ষার জন্য দেওয়া হয়, এতে তিনি করোনাপজিটিভ প্রমাণিত হন। তবে এর আগে তার আরও এক বা দুইবার এ পরীক্ষা করা হয়েছিল বলে পরিবার সদস্যরা জানিয়েছিলেন। তখন সে রিপোর্টগুলো নেগেটিভ এসেছিল বলে শুনেছি আমি।
তিনি বলেন, ব্যাংক কর্মকর্তা আমাদের হাসপাতালে আসেন গতকাল সন্ধ্যায়, তাকে সরাসরি আইসিইউতেই নেওয়া হয়। সকালে তিনি মারা যান।
এদিকে, কোভিড-১৯ নিয়ে আয়োজিত নিয়মিত অনলাইন বুলেটিনে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানিয়েছেন, দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও পাঁচ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা ১৪৫ জন। একদিনে নতুন করে করোনা সংক্রমিত ব্যক্তি শনাক্ত হয়েছেন ৪১৮ জন। এখন পর্যন্ত করোনায় মোট শনাক্ত হলেন পাঁচ হাজার ৪১৬ জন।