করোনাভাইরাসশিল্প ও বাণিজ্য
করোনায় মারা গেলেন ইউসিবি পরিচালক
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবি) পরিচালক ও ইউসিবির রিস্ক ম্যানেজমেন্ট কমিটির সদস্য ফরিদ উদ্দিন আহমেদ।
শুক্রবার (১৮ জুন) রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবি) ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস-প্রেসিডেন্ট সৈয়দ আশিক মোহাম্মদ বলেন, ফরিদ উদ্দিন আহমেদকে স্বাস্থ্যবিধি মেনে দাফন করা হবে।
তিনি এক কন্যা, এক পুত্র এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অ্যাকাউন্টিংয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ফরিদ উদ্দিন আহমেদ ১৯৪৮ সালের ফেব্রুয়ারিতে চট্টগ্রামে জন্মগ্রহণ করেন।