রাজনীতি

করোনায় আক্রান্ত-মৃতের সংখ্যাকে সরকার ‘গুম’ করছে: রিজভী

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যাকে সরকার গুম করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

আজ বৃহস্পতিবার রাজধানীর তোপখানা রোডে শিশু কল্যাণ পরিষদের সামনে জাতীয়তাবাদী সামাজিক সংস্থা’র (জাসাস) উদ্যোগে ত্রাণ বিতরণের সময় তিনি একথা বলেন।

রিজভী বলেন, ‘একটি বিশেষজ্ঞ দলের জরিপে আসছে ৯২৯ জন লোক করোনা উপসর্গে মারা গেছেন। আর সরকার বলছে ২৬৯ জন করোনা উপসর্গে মারা গেছেন। এই সরকার মৃত্যু-আক্রান্তের সংখ্যাকে গুম করছে, যেভাবে বিএনপি নেতাকর্মীদের গুম করে।’

চিকিৎসা ব্যবস্থা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, ‘একজন চিকিৎসক বলছেন, ১০ দিন পরে যারা করোনায় আক্রান্ত হবেন, তাদের আর সেবা দেওয়া যাবে না। চিকিৎসা ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।’

তিনি বলেন, করোনা রোগীদের সেবা দিতে সরকার কোনো ব্যবস্থা গ্রহণ করেনি বলে মৃত্যুর সারি দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। সরকার উন্নয়নের ফ্লাইওভার দেখাচ্ছেন। মানুষের জীবন বাঁচানোর পদক্ষেপ তো বড় উন্নয়ন।’

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘আজকে যদি ভালো ভালো হাসপাতাল তৈরি করতেন, ভেন্টিলেটরের ব্যবস্থা করতেন, তাহলে এত মানুষ মারা যেত না। আপনারা ফটকা বাজার রাজনীতি করছেন।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 − 1 =

Back to top button