করোনাভাইরাসরাজনীতি
করোনায় ওয়ার্ড যুবলীগ সভাপতির মৃত্যু
রাজধানীর যাত্রাবাড়ীতে এক যুবলীগ নেতা মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। তিনি যাত্রাবাড়ী থানাধীন ৫০ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি সায়েম খন্দকার (৪৩)।
আজ রোববার (১৭ মে) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, সায়েম খন্দকারের শরীরে করোনাভাইরাস শনাক্ত হওয়ার পরপরই তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। সঙ্গে সঙ্গে তার সংস্পর্শে আসা পরিবারের অন্য সদস্যদেরও আইসোলেশনে নেয়া হয়। আজ দুপুর সাড়ে ১২টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।
স্বাস্থ্য অধিদফতরের শনিবারের (১৬ মে) সবশেষ বুলেটিন অনুসারে, দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৯৯৫ জন। মারা গেছেন ৩১৪ জন।