করোনাভাইরাসভাইরাল

করোনায় জীবনযুদ্ধ : এক হাতে শিশু, অন্য হাতে ট্রাকের দড়ি!

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে ভারতজুড়ে চলা লকডাউনে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন শ্রমিকেরা। হঠাৎ করে গাড়ি চলাচল বন্ধ হওয়ায় পরিবার পরিজন নিয়ে ভিন রাজ্যে মহা বিপাকে পড়েছেন তাঁরা। অনেকে হাজার হাজার মাইল দূরের পথ হেটে বাড়ি পৌঁছানোর জন্য রওনা দিয়েছেন। পথে ঘটেছে নানা হৃদয়বিদারক ঘটনা। শ্রমিকদের দুরবস্থার নানা ছবি গত কয়েক সপ্তাহ ধরে বারবার সামনে এসেছে।

এবার তেমনই এক ভিডিও সামনে এল। ভিডিওটি ২০ সেকেন্ডের। তাতে দেখা যায় ভিড়ে ঠাসা একটি ট্রাকে উঠতে চেষ্টা করছেন কয়েক জন শ্রমিক। তার মধ্যে একজন শ্রমিককে দেখা গেছে এক হাতে ট্রাকের দড়ি ধরে অন্য হাতে কোলের ছোট্ট শিশুটিকে ছুড়ে দিতে চাইছেন ট্রাকে। শিশুটির মা তার হাতে তুলে দিয়েছিলেন শিশুটিকে। ছত্তিশগড়ের ওই ভিডিওটি আরো একবার ভারতে পরিযায়ী শ্রমিকদের অসহায়ত্বকে প্রকট ভাবে তুলে ধরলো, খবর এনডিটিভি।

ভিডিওটিতে দেখা গেছে শাড়ি পরে কষ্ট করে ট্রাকে উঠতে চেষ্টা করছেন এক নারী। পাশাপাশি কোলের শিশুকে গাড়িতে তোলার চেষ্টা করতে দেখা গেছে আরো এক ব্যক্তিকে।

এ সময় কয়েকজন শ্রমিক জানান, তারা উপায়ান্তর না দেখে তেলেঙ্গানা থেকে বাড়ি ফিরতে ট্রাককেই বেছে নিয়েছেন।

ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। মঙ্গলবার পর্যন্ত আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৭১ হাজার ৩৩৯ জন। তবে এরই মধ্যে দেশটিতে সুস্থ হয়ে উঠেছে ২৩ হাজার ৩৩ জন।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবার (১২ মে) সকাল পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৭১ হাজার ৩৩৯ জন। অপরদিকে মারা গেছে দুই হাজার ৩১০ জন।

গত ২৪ ঘণ্টায় নতুন করে তিন হাজার ৬০৪ জন করোনায় আক্রান্ত হয়েছে। তবে আগের দিনের তুলনায় মৃত্যু কিছুটা কমেছে। গত ২৪ ঘণ্টায় ৮৭ জনের মৃত্যু হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − 10 =

Back to top button