করোনাভাইরাসজাতীয়

করোনায় মারা গেলেন এনবিআর কর্মকর্তা ও খাদ্য ক্যাডার কর্মকর্তা

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) রাজস্ব কর্মকর্তা জসীম উদ্দিন মজুমদার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্না লিল্লাহি…রাজিউন)। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

অপরদিকে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন বিসিএস ১৮তম ব্যাচের খাদ্য ক্যাডারের কর্মকর্তা উৎপল হাসান। গত সোমবার রাত সাড়ে ১১টায় দিকে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৩ বছর।

জসীম উদ্দিন মজুমদার চট্টগ্রাম কাস্টমস হাউসে কর্মরত অবস্থায় করোনায় আক্রান্ত হন। তিনি সুপারিন্টেনডেন্ট পদে কর্মরত ছিলেন।

এনবিআরের জনসংযোগ কর্মকর্তা (সিনিয়র তথ্য অফিসার) সৈয়দ এ মুমেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার দিবাগত রাত ২টা ৫ মিনিটে রাজধানী ঢাকার আনোয়ার খান মডার্ন হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ওই কর্মকর্তা শেষ নিশ্বাস ত্যাগ করেন।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা জসিম উদ্দিন মজুমদার প্রথম রাজস্ব কর্মকর্তা। তার মৃত্যুতে জাতীয় রাজস্ব বোর্ডের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে।

অপরদিকে, মঙ্গলবার বিসিএস ফুড অ্যাসোসিয়েশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। উৎপল হাসান ঢাকা রেশনিংয়ের প্রধান নিয়ন্ত্রকের দায়িত্বে ছিলেন।

ময়মনসিংহ শহরে জন্মগ্রহণকারী এই কর্মকর্তার স্ত্রী নাসিমা পারভীন একই ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। বর্তমানে অর্থ মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে কর্মরত আছেন তিনি।

এদিকে, উৎপল হাসানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার ও বিসিএস ফুড অ্যাসোসিয়েশন। এক শোক বার্তায় খাদ্যমন্ত্রী বলেন, তার মৃত্যুতে খাদ্য বিভাগ একজন সৎ, অভিজ্ঞ ও দক্ষ কর্মকর্তা হারাল। এ সময় তার শোকসন্তপ্ত পরিবারের প্রতিও সমবেদনা জানান মন্ত্রী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 + 16 =

Back to top button