জাতীয়স্বাস্থ্য ও চিকিৎসা

করোনার ঔষধ রেমডিসিভির এক শিশির দাম ৬ হাজার টাকা!

করোনাভাইরাস প্রতিরোধে ক্লিনিক্যাল ট্রায়ালে থাকা ভ্যাকসিন ‘রেমডিসিভির’ বাংলাদেশে এটি উৎপাদনের অনুমতি পেয়েছে বেক্সিমকোসহ আরও বিভিন্ন কোম্পানি।

এখন কত হবে এর দাম কিংবা একজনের শরীর থেকে করোনাভাইরাস দূর করতে কয়টি রেমডিসিভির লাগবে, এমন কৌতুহল অনেকের মনে।

এ নিয়ে বেক্সিমকোর চিফ অপারেটিং অফিসার রাব্বুর রেজা বলেন, এখনই নিশ্চিত করে বলা না গেলেও একটি রেমডিসিভিরের আনুমানিক দাম পড়বে সর্বনিম্ন ৫ থেকে ৬ হাজার টাকা। অন্যদিকে একজন রোগীর জন্য প্রয়োজন পড়বে ৫ থেকে ১১ শিশি প্রতিষেধক।

তাহলে তো করোনাভাইরাসে আক্রান্ত রোগীর চিকিৎসা হবে ব্যয়বহুল- এমন জিজ্ঞাসার উত্তরে তিনি বলেন, আমরাও তেমনটাই মনে করছি। তবে সরকার যদি এ ব্যাপারে এগিয়ে আসে তাহলে উৎপাদন খরচ কমিয়ে আনা সম্ভব। এছাড়া উৎপাদনের পর সরকার ভর্তুকি দিয়েও এই ভ্যাকসিন ব্যবহার করতে পারে।

রাব্বুর রেজা বলেন, চলতি মাসেই রেমডিসিভির উৎপাদনে যাচ্ছে বেক্সিমকো। জুনে ক্লিনিক্যাল ট্রায়াল হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রাথমিকভাবে দেশীয় চাহিদা মিটিয়ে রপ্তানির পরিকল্পনাও রয়েছে আমাদের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two + 16 =

Back to top button