করোনার থাবায় দেশে প্রথম কোনো ডাক্তারের মৃত্যু
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে শেষ পর্যন্ত না ফেরার দেশেই চলে গেলেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মঈন উদ্দিন।
আজ বুধবার সকালে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
সিলেটে কর্মরত অবস্থায় করোনা আক্রান্ত হয়েছিলেন তিনি। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গত ৮ এপ্রিল তাকে ঢাকায় আনা হয়েছিল।
রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের পরিচালক ব্রি. জে. জামিল আহমেদ জানিয়েছেন, “আজ সকাল ৬টা ৪৫ মিনিটে আইসিইউতে থাকা অবস্থায় মারা যান তিনি।”
সিলেট জেলার সিভিল সার্জন প্রেমানন্দ মন্ডলও সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজে দায়িত্বরত থাকা এ ডাক্তারের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
তিনি বলেন, “তার পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছে, তারা কেউ ফোন ধরছেন না। তবে আমরা নির্ভরযোগ্য সূত্রে খবর পেয়েছি যে তিনি আজ সকালে মারা গেছেন।”
সিভিল সার্জন আরো জানিয়েছেন, ৫-৬ দিন আগে ডাঃ মঈন কে তার এবং তার পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী ঢাকায় আনা হয়।
এছাড়া ঢাকায় আসার আগে সিলেটেও তিনি একদিন হাসপাতালে ছিলেন বলে নিশ্চিত করেছেন জনাব প্রেমানন্দ মন্ডল।
বিশেষজ্ঞ চিকিৎসক ডা. মঈন ঢাকা মেডিকেল কলেজে অধ্যয়নরত অবস্থায়ও মেধাবী ছাত্র হিসেবে পরিচিত ছিলেন।
গত সপ্তাহে সিলেট থেকে তাকে ঢাকায় নিয়ে আসার খবরে ব্যাপক আলোচনা তৈরি হয় গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায়।
বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশনের প্রধান প্রশাসক নিরুপম দেশের মতে, ডাঃ মঈন উদ্দিন হলেন দেশের প্রথম চিকিৎসক যিনি করোনাক্রান্ত হয়ে মারা গেলেন।
সারাদেশে এখন পর্যন্ত প্রায় ১৫০ জন ডাক্তার ও সেবাপ্রদানকারী করোনাক্রান্ত হয়েছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।