করোনার ভ্যাকসিন এখনো নিশ্চিত নয়: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
গোটা বিশ্বজুড়ে করোনাভাইরাস মহামারির দির্ঘ সময় পেরিয়ে গেলেও কার্যকরী কোনো ভ্যাকসিন আবিষ্কার নিয়ে হতাশার কথাই শুনিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
বরং সংস্থাটির দাবি, বিজ্ঞানীরা কার্যকরী কোনো ভ্যাকসিন পাবে এর কোনো নিশ্চয়তাও নেই। ইউরোপীয় পার্লামেন্টের স্বাস্থ্য কমিটির সঙ্গে ভিডিও কনফারেন্সে আলাপকালে ভ্যাকসিন প্রসঙ্গে এসব কথা বলেন ডব্লিউএইচও’র প্রধান তেত্রোস আধানম গাব্রিয়েসাস।
তিনি বলেন, কোনো ভ্যাকসিন পাওয়া গেলে তা সব মানুষের জন্য সহজলভ্য হওয়া উচিত।
“আমরা কোনো ভ্যাকসিন পাব এটা নিশ্চিত করে বলাটা খুব কঠিন।” “আমরা এখনো করোনাভাইরাসের কোনো ভ্যাকসিন পাইনি। তাই যখন আবিষ্কৃত হবে তখনই পাওয়া যাবে এবং ওইটাই প্রথম ভ্যাকসিন হবে।” গাব্রিয়েসাস জানান, ডব্লিউএইচও এখন পর্যন্ত ১০০টির বেশি সম্ভাব্য ভ্যাকসিনের নমুনা পেয়েছে। এর মধ্যে পরীক্ষার দিক থেকে কোনো কোনোটি অনেক দূর এগিয়েছে। এরপরও কোনো ভ্যাকসিন পেতে আরও এক বছরের মতো সময় লেগে যেতে পারে।
“আশা করা যায়, এক বছরের মধ্যে আমরা কোনো ভ্যাকসিন পেতে পারি। কাজ দ্রুত গতিতে এগোলে আরও কম সময় লাগতে পারে। বিষয়টি বিজ্ঞানীরা বলতে পারবেন।” এদিকে যত দিন যাচ্ছে, করোনাভাইরাসের মহামারির বিস্তৃতি আরও বাড়ছে। এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা কোটির ঘরে পৌঁছানোর দূর গোড়ায়। আর মৃত্যু সংখ্যা ছাড়িয়েছে ৪ লাখ ৯০ হাজার।