করোনার ভ্যাকসিন লুকিয়ে রেখেছেন ট্রাম্প!
মহামারি করোনাভাইরাসের বিরুদ্ধে লড়ে যাচ্ছে পুরো বিশ্ব। এ পর্যন্ত করোনায় বিশ্বব্যাপী দুই লাখের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত মৃত্যু ও আক্রান্তের দিক থেকে যুক্তরাষ্ট্র সবার উপরে। দেশটিতে মারা গেছে ৫৪ হাজার ২৫৬ জন। এবং আক্রান্ত ৯ লাখ ৬০ হাজার ৬৫১ জন।
এই মুহুর্তে মানুষ যে জিনিসটি সবচেয়ে বেশি খুঁজছে তা হচ্ছে করোনার টিকা ও সঠিক চিকিৎসা। তবে এ নিয়ে আমেরিকান জনগণ কি ভাবছে, সম্প্রতি এমন এক জরিপে উঠে এসেছে অবাক করা তথ্য।
দেশটির ডেমোক্রেসি ফান্ড, ইউসিএলএ ন্যাশনস্কেপ প্রজেক্ট ও ইউএসএ টুডের এক সম্মিলিত জরিপে দেখা যায়- একতৃতীয়াংশ আমেরিকান মনে করে কভিড-১৯ চিকিৎসায় আমেরিকার হাতে টিকা আছে। তবে সেই টিকাটি ট্রাম্প প্রশাসন লুকিয়ে রেখেছে, খবর ইউএসএ টুডে।
২ থেকে ৮ এপ্রিল পরিচালিত ওই জরিপে দেখা যায়, সরকার মৃত্যুর যে হিসাব দিচ্ছে তাতে বিশ্বাস করেন না অংশগ্রহণকারীদের ৫০ শতাংশ।
জরিপে অংশগ্রহণকারী ২৯ শতাংশ মানুষ জানান, করোনার টিকা সরকার লুকিয়ে রেখেছে এ সম্ভাবনা আছে, কিংবা এটি নিশ্চিতভাবেই সত্য। আবার ৩২ শতাংশ মানুষ মনেকরেন ওষুধ আছে এবং তা রোগীদের জন্য রেখে দেওয়া হয়েছে। তবে প্রতি ১০ জনের মধ্যে ৭ জন মনেকরেন এ বিষয়টি সত্য নয়। অর্থাৎ সরকারের হাতে কোনো ওষুধ নেই, যেটা লুকিয়ে রাখা হয়েছে।
জরিপ পরিচালনাকারী বিশ্লেষকরা বলছেন, করোনাভাইরাস পরিস্থিতির কারণে মানুষের চিন্তা চেতনায় পরিবতর্ন ঘটছে। ফলে মানুষ এখন অনেক অযোক্তিক বিষয়ও বিশ্বাস করতে শুরু করেছে।