আওয়ামীলীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগের কর্মীরা করোনাভাইরাসের দুর্যোগে মানুষের পাশে থেকে জীবন দিয়েছে, তখন বিরোধীদল কেবল মুখেই কথা বলেছে। মানুষের পাশে তাদেরকে দেখা যায়নি।
শনিবার গণভবনে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভার শুরুতে দেওয়া বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
শেখ হাসিনা বলেন, ‘করোনাকালীন সময়ে দেশের খেটে খাওয়া মানুষের পাশে সবসময় সরকার এবং ক্ষমতাসীন দল আওয়ামী লীগই ছিল। এটাই বাস্তবতা, ওইসময় বিরোধীরা সবাই ঘরের মধ্যে ছিল।’
প্রধানমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ গণমানুষের দল হওয়ায় মানুষের পাশে ছিল। আমরা মানুষের পাশে থাকি এবং সর্বদা তাদের পাশে থাকবো।’
তিনি আরও বলেন, করোনা মহামারিতে আওয়ামী লীগের ৫২২ নেতা-কর্মী প্রাণ হারিয়েছেন। অন্য কোনো রাজনৈতিক দল এত বড় ত্যাগ স্বীকার করেনি, তারা কেবল মুখে কথাই বলেছে, তাদেরকে মানুষের পাশে দেখা যায়নি।
করোনা মোকাবিলায় তার সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে শেখ হাসিনা জানান, অর্থনীতি গতিশীল রাখার জন্য এবং সাধারণ মানুষের কথা ভেবেই এবারের বাজেট দেয়া হয়েছে এবং সেটা যথাযথভাবে বাস্তবায়নের চেষ্টা করছে সরকার।
দিক নির্দেশনামূলক বক্তৃতায় তিনি করোনাকালে মানুষের পাশে থাকায় দলের নেতাকর্মীদের এবং প্রশাসন থেকে শুরু করে সর্বস্তরের মানুষকে কার্যকরী ভূমিকা নেওয়ার জন্য ধন্যবাদ জানান।