করোনায় আওয়ামী লীগ সর্বাত্মক যোগযোগ রাখছে তৃণমূলের সাথে
করোনাভাইরাসে আসন্ন সংকট মোকাবেলায় চলমান কর্মপ্রয়াস বৃদ্ধিতে তৃণমূলের নেতা-কর্মীদের সাথে সার্বক্ষণিক যোগযোগ রাখছেন আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
আজ রোববার (৩ মার্চ) বিকেলে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত হয়ে তৃণমূলের নেতা-কর্মীদের প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেন।
এ সময় জেলা-মহানগর ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দকে করোনা সংকট মোকাবেলায় আওয়ামী লীগের নেতৃত্বে সারাদেশে চলমান কর্মপ্রয়াস বৃদ্ধির আহ্বান জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর অন্যতম সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক আ. ফ. ম বাহাউদ্দিন নাছিম, ড. হাছান মাহমুদ এমপি, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস এমপি, তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য সাহাবুদ্দীন ফরাজী প্রমুখ।
অনির্ধারিত এই সভায় চলমান রমজান মাস ও আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে সারাদেশে আওয়ামী লীগের ত্রাণ কার্যক্রম বৃদ্ধির জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান এবং সকলের সমন্বিত উদ্যোগে করোনা প্রতিরোধ করে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতিকে সমুন্নত রাখার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় উপস্থিত নেতৃবৃন্দ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের মানবিক দৃষ্টিভঙ্গী এবং সহমর্মিতা নিয়ে দুর্দশাগ্রস্ত সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়। এ সময় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা বাস্তবায়নে সরকারকে সর্বাত্মক সহায়তা প্রদান এবং দলীয় ও ব্যক্তিগত উদ্যোগে সহায়তা প্রদান আরও জোরদার করার অনুরোধ জানান কেন্দ্রীয় নেতৃবৃন্দ।