দুদিন আগেই জয় দিয়ে ভক্তদের আনন্দে ভাসিয়েছে বাংলাদেশ ফুটবল দল। মুজিববর্ষ ফিফা ফ্রেন্ডলি আন্তর্জাতিক ফুটবল সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ পেয়েছে দারুণ জয়। কিন্তু দ্বিতীয় ম্যাচের আগেই বড় দুঃসংবাদ পেল দেশের ফুটবল। করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশ দলের প্রধান কোচ জেমি ডে।
এ তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তবে ৪১ বছর বয়সী এই কোচের কোন উপসর্গ নেই। বর্তমানে তিনি হোটেলে আইসোলেশনে আছেন।
মুজিববর্ষ ফিফা ফ্রেন্ডলি আন্তর্জাতিক ফুটবল সিরিজের প্রথম ম্যাচে শুক্রবার নেপালকে ২-০ গোলে হারানোর পর শনিবারই জাতীয় দলের সবার করোনা পরীক্ষা করানো হয়েছিল। যার ফল এসেছে শনিবার রাতে। সেখানেই জেমি ডে’র নমুনার ফলাফল আসে করোনা পজিটিভ।
এদিকে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার এখন ১৪ দিনের বাধ্যতামূলক আইসোলেশনে থাকতে হবে জেমিকে। তাই জাতীয় দলের আজকের সকালের অনুশীলন পিছিয়ে বিকালে নেয়া হয়েছে।
এদিকে আগামী ১৭ নভেম্বর মঙ্গলবার দ্বিতীয় ফ্রেন্ডলি ম্যাচটি একই মাঠে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই ম্যাচে জেমির পরিবর্তে দায়িত্ব পালন করবেন সহকারী কোচ স্টুয়ার্ট ওয়াটকিনস।