আন্তর্জাতিক
করোনায় আক্রান্ত ট্রাম্প ও মেলানিয়ার সুস্থতা কামনা করলেন এরদোয়ান
করোনাভাইরাসে আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের দ্রুত আরোগ্য কামনা করে টুইট করেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোয়ান।
শুক্রবার এরদোয়ান তার অফিসিয়াল টুইটারে এক বার্তায় বলেন, ‘‘আমি বিশেষভাবে প্রার্থনা করছি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ও মেলানিয়া ট্রাম্প কোনো সমস্যা ছাড়াই খুব দ্রুত সুস্থ হয়ে উঠবেন। একই সঙ্গে তাদের স্বাস্থ্য খুব দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।’ আমি আশা করি তারা কোয়ারেন্টিনের সময়গুলোতে যেন কোনো সমস্যায় না ভুগেন।’
ডোনাল্ড ট্রাম্প এবং মেলানিয়া ট্রাম্প কোভিড-১৯ পজেটিভ হওয়ার ঘোষণা আসার একঘণ্টার মধ্যে তিনি এ টুইট করেন।