শোবিজ
করোনায় আক্রান্ত সৌমিত্র চট্টোপাধ্যায়
ভারতের পশ্চিমবঙ্গের বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আজ (৬ অক্টোবর) সকালে তাঁকে কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর অবস্থা আপাতত স্থিতিশীল রয়েছে বলেই জানা গিয়েছে।
৮৫ বছর বয়সী সৌমিত্র গত কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন। চিকিৎসকদের পরামর্শে তার নমুনা পরীক্ষা করা হলে মঙ্গলবার করোনাভাইরাস ‘পজিটিভ’ আসে।
বাংলা চলচ্চিত্রের এই দিকপাল পেয়েছেন ভারতের চলচ্চিত্র অঙ্গনের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান দাদা সাহেব ফালকে পুরস্কার। এ ছাড়া আরও দেশ-বিদেশের বহু পুরস্কার পেয়েছেন তিনি। প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের ঐতিহাসিক অমর সৃষ্টি ‘অপুর সংসার’ চলচ্চিত্রে অভিনয় করেন সৌমিত্র চট্টোপাধ্যায়। পরে তিনি মৃণাল সেন, তপন সিংহ, অজয় করের মতো পরিচালকদের সঙ্গেও কাজ করেছেন।