করোনায় আরও এক পুলিশ সদস্য প্রাণ হারালেন
চলমান করোনাযুদ্ধে বাংলাদেশ পুলিশের আরও একজন সদস্য আত্মোৎসর্গ করেছেন। এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে বাহিনীটির ১২ জন সদস্যের মৃত্যু হয়েছে।
আল মোশাররফ হোসেন, উপ-পরিদর্শক (এসআই) পদমর্যাদায় রাজশাহী রেঞ্জ রিজার্ভ ফোর্সে (আরআরএফ) কর্মরত ছিলেন।
শুক্রবার (২২ মে) দিনগত রাতে রাজশাহীর খ্রিস্টান মিশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন।
মোশাররফ হোসেনের গ্রামের বাড়ি পাবনায়। রাজশাহী শহরে তিনি ভাড়া থাকতেন।
জানা যায়, বৃহস্পতিবার (২১ মে) তিনি করোনা পজিটিভ শনাক্ত হন। শুক্রবার (২২ মে) তিনি পুলিশ লাইন হাসপাতালে ও পরে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল চিকিৎসকের শরণাপন্ন হন। এরপর তাকে রাজশাহীর খ্রিস্টান মিশন হাসপাতালের আইসোলেশন সেন্টার ভর্তি করা হয়। সেখানে রাত ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।