করোনায় আরও এক যুগ্মসচিবের মৃত্যু
করোনাভাইরাস দ্বারা সংক্রামিত কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মারা গেছেন মহিলা বিষয়ক অধিদপ্তরের পরিচালক যুগ্মসচিব মো. ফখরুল কবির মো. ফখরুল কবির।
ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দিনগত রাত আড়াইটার দিকে শ্বাসকষ্টে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আলমগীর হোসেন।
মো. আলমগীর হোসেন জানান, তিনি জুনের প্রথম সপ্তাহে করোনা ভাইরাসে আক্রান্ত হন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর সোমবার তাকে স্কয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।
তিনি স্ত্রী ও এক কন্যা সন্তান রেখে গেছেন। তার স্ত্রীরও করোনা পজিটিভ। বর্তমানে তিনি বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন বলে জানান আলমীর হোসেন।
মো. ফখরুল কবিরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা ও সচিব কাজী রওশন আক্তার।