Lead Newsকরোনাভাইরাসসরকার

করোনায় আরো চারজনের মৃত্যু, নতুন আক্রান্ত ২১৯ : স্বাস্থ্যমন্ত্রী

করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরো চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ রোগে আক্রান্ত হয়ে ৫০ জনের মৃত্যু হলো। এ ছাড়া নতুন করে আরো ২১৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে মোট এক হাজার ২৩১ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

আজ বুধবার এক অনলাইন প্রেস ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ কথা বলেন।

রাজধানীর মহাখালী থেকে অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ ও স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘গত ২৪ ঘণ্টায় চারজন মৃত্যুবরণ করেছেন। এর মধ্যে পুরুষ তিনজন ও নারী একজন। এ ছাড়া এর মধ্যে ৭০ বছরের ওপরে দুজন, ৩৫ থেকে ৪০ বছরের একজন ও ৫০ বছরের ওপরে একজন চিকিৎসক মারা গেছেন।

ব্রিফিংয়ে বলা হয়, নতুন করে সাতজন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় এক হাজার ৭৪০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত ১৪ হাজার ৮৬৮ জনের করোনাভাইরাসের পরীক্ষা করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve + fourteen =

Back to top button