Lead Newsকরোনাভাইরাসজাতীয়

করোনায় কোন বিভাগে কতজন আক্রান্ত?

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫৫২ জন। এরমধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে ঢাকায়। এ বিভাগে আক্রান্তের হার ৮৩ দশমিক শূন্য ৭ শাতংশ।

শনিবার (২ মে) মহাখালী থেকে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

ডা. নাসিমা সুলতানা বলেন, ‘গত ২৪ ঘণ্টার হিসাবে অনুযায়ী ঢাকা বিভাগের সবচেয়ে বেশি লোক করোনায় আক্রান্ত হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে রয়েছে চট্টগ্রাম বিভাগে ৪ দশমিক ৬ শতাংশ, সিলেটে ১ দশমিক ৫৭ শতাংশ, রংপুরে ১ দশমিক ৮ শতাংশ, খুলনায় ২ দশমিক ২০ শতাংশ, ময়মনসিংহে ৩ দশমিক ৭১, বরিশালে ১ দশমিক ৬৯ শতাংশ ও রাজশাহী বিভাগে ১ দশমিক ৫৩ শতাংশ।’

এ সময় তিনি জানান, গত ২৪ ঘণ্টায় এ মাহামারি ভাইরাসে আক্রান্ত হয়ে পাঁচজন মারা গেছেন। এতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭৫ জনে।

ডা. নাসিমা সুলতানা বলেন, ‘প্রতিনিয়ত আমরা বলে যাচ্ছি, করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধের সবচেয়ে ভালো উপায় হলো সামজিক দূরত্ব বজায় রাখা। এটা বিশ্ব স্বাস্থ্য সংস্থাও সবসময় বলছে।

আমরা যদি সামাজিক দূরত্ব বজায় রাখতে পারি, তাহলে অনেকটা নিরাপদ থাকবো। যদি নিয়মিত হাত ধুই, কমপক্ষে ২০ সেকেন্ড ধরে সাবান পানি দিয়ে বারবার হাত ধুই তাহলে আমার এই সংক্রমণকে প্রতিরোধ করতে পারবো। স্বাস্থ্য বিধি মেনে হাঁচি, কাশি মুখ ঢেকে দেই, কাপড় বা টিস্যু ব্যবহার করে হাঁচি, কাশি দেই তারপর এটা যথাযথভাবে ফেলে দেই তাহলে আমরা এ ভাইরাস প্রতিরোধ করতে পারবো। কারণ এই হাঁচি, কাশির মাধ্যমে এই রোগটি খুব দ্রুত ছাড়ায়। কাজেই এ বিষয়ে আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × two =

Back to top button