করোনাভাইরাস

করোনায় দেশে আরও ৪৬ মৃত্যু, শনাক্ত ৩২০০

দেশে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৪৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৭৪০ জন।

এছাড়া, নতুন করে ৩ হাজার ২০০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। যার ফলে মোট আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ২ লাখ ৮২ হাজার ৩৪৪ জনে।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে মঙ্গলবার পাঠানো করোনা সংক্রান্ত নিয়মিত স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, করোনা শনাক্তের জন্য দেশের সরকারি ও বেসরকারি ৯১টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৫ হাজার ৪৩৫টি এবং পরীক্ষা করা হয়েছে ১৪ হাজার ৬৩০টি। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হলো ১৩ লাখ ৭৮ হাজার ৮১৯টি।

২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২১.৮৭ শতাংশ। আর মোট পরীক্ষার ক্ষেত্রে শনাক্ত হয়েছেন ২০.৪৮ শতাংশ।

নতুন যে ৪৬ জন মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ৩৫ এবং নারী ১১ জন। এখন পর্যন্ত মোট মারা যাওয়াদের মধ্যে পুরুষ ২ হাজার ৯৫৩ জন বা ৭৮.৯৬ শতাংশ এবং নারী ৭৮৭ জন বা ২১.০৪ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১.৩২ শতাংশ।

এদিকে, করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ৩ হাজার ২৩৪ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬২ হাজার ৮২৫ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার এখন পর্যন্ত ৫৭ দশমিক ৬৭ শতাংশ।

গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যু হয়।

বিশ্ব পরিস্থিতি:

জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর সিস্টেমস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের (সিএসএসই) তথ্য অনুসারে মঙ্গলবার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাস আক্রান্ত হয়ে ৭ লাখ ৭২ হাজার ৮৫৬ জনের মৃত্যু হয়েছে। সেই সাথে কোভিড-১৯ এ আক্রান্তের সংখ্যা বেড়ে ২ কোটি ১৮ লাখ ১৫ হাজার ৯৮৪ জনে পৌঁছেছে।

জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের দেয়া তথ্যে দেখা যায়, বিশ্বজুড়ে এখন পর্যন্ত ১ কোটি ৩৮ লাখ ১০ হাজার ২৯ জন এ ভাইরাসের সংক্রমণ থেকে সেরে ওঠেছেন।

মহামারিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ মার্কিন যুক্তরাষ্ট্রে ৫৪ লাখ ৩৭ হাজার ৯৬৯ জন আক্রান্ত হয়েছেন। দেশটিতে মারা গেছে ১ লাখ ৭০ হাজার ৪৯২ জন। করোনায় বিশ্বের ক্ষতিগ্রস্থ দেশসমূহের মধ্যে দ্বিতীয় অবস্থানে আছে ব্রাজিল। দেশটিতে ৩৩ লাখ ৫৯ হাজার ৫৭০ জন কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন এক লাখ ৮ হাজার ৫৩৬ জন।

এদিকে, করোনা আক্রান্ত দেশের তালিকায় তৃতীয় অবস্থানে থাকা প্রতিবেশী দেশ ভারতে সোমবার পর্যন্ত কোভিড-১৯ এ ৫০ হাজারেরও অধিক লোকের মৃত্যু হয়েছে। দেশটিতে ইতোমধ্যে ২৬ লাখ ৫০ হাজারেরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে।

গত বছরের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী এ পর্যন্ত ২১৩টিরও বেশি দেশে ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × four =

Back to top button