আন্তর্জাতিককরোনাভাইরাস

করোনায় বিশ্বে মৃতের সংখ্যা ৯৫ হাজার ছাড়াল

করোনাভাইরাসে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ৯৫ হাজার ছাড়িয়েছে। আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটার এ খবর জানিয়েছে।

সংস্থাটির ওয়েবসাইট থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, বর্তমানে বিশ্বে ৯৫ হাজার ১১০ জন করোনায় প্রাণ হারিয়েছেন। এছাড়া আক্রান্ত হয়েছে ১৫ লাখ ৮৯ হাজার ৩৭২ জন। চিকিৎসা নেয়ার পর সুস্থ হয়ে উঠেছেন ৩ লাখ ৫৩ হাজার ১৫১ জন।

করোনাভাইরাস বৈশ্বিক মহামারিতে এ পর্যন্ত বিশ্বের ২০৯টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে।

তবে মৃতের হিসাবে শীর্ষে রয়েছে ইতালি। দেশটিতে মৃতের সংখ্যা ১৭ হাজার ৬৬৯। আর আক্রান্ত হয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৪২২ জন।

মৃতের হিসাবে তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে স্পেন। দেশটিতে মৃতের সংখ্যা ১৫ হাজার ২৩৮ জন। মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৫২ হাজার ৪৪৬ জন।

করোনায় আক্রান্তের দিক থেকে বিশ্বে শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত মোট ৪ লাখ ৩৫ হাজার ১৬০ জন করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে মৃত্যু হয়েছে ১৪ হাজার ৭৯৭ জনের।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। দেশটিতে আক্রান্ত হয়েছে ৮২ হাজার ৮০৯ জন। এর মধ্যে ৩ হাজার ৩৩৭ জনের মৃত্যু হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 + 13 =

Back to top button