করোনায় মৃত্যু কমলো আবারও
করোনায় আবারও মৃত্যুর সংখ্যা কমেছে। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ৯ জনের মৃত্যুবরণ করেছেন। এদের মধ্যে ৪ পুরুষ ও ৫ জন নারী।
এ নিয়ে করোনাভাইরাসে বাংলাদেশে ২৭ হাজার ৭৪৬ জনের মৃত্যু হয়েছে। এর আগে গতকাল করোনায় ১৭ জনের মৃত্যু হয়েছিল।
নমুনা পরীক্ষায় রোগী শনাক্তের হার ২.০৯ শতাংশ। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৫.৫৫ শতাংশ। প্রতি ১০০ জনে সুস্থতার হার ৯৭.৫৭ শতাংশ এবং মৃত্যু হার ১.৭৭ শতাংশ।
শুক্রবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সরকারি ও বেসরকারি ৮২৯টি ল্যাবরেটরিতে ১৯ হাজার ৩টি নমুনা সংগ্রহ ও ১৮ হাজার ৯৮০টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট ১ কোটি ৬১ হাজার ২৪৫টি নমুনা পরীক্ষা করা হয়।