করোনাভাইরাসনগরজীবন
করোনায় মৃত্যু হলো যুগ্মসচিবের
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) কম্পিউটার উইংয়ের পরিচালক (যুগ্মসচিব) জাফর আহম্মদ খানের মৃত্যু হয়েছে।
রাজধানীর সরকারি কর্মচারী কল্যাণ হাসপাতালে আজ শনিবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
এ তথ্য নিশ্চিত করেছেন বিবিএস কম্পিউটার উইংয়ের উপ-পরিচালক মহিউদ্দিন আহমেদ। তিনি বলেন, তার শরীরে প্লাজমা থেরাপি দেওয়ার প্রস্তুতি চলছিল। তার আগেই না ফেরার দেশে চলে যান সরকারের এই ঊর্ধ্বতন কর্মকর্তা।
উল্লেখ্য, সারা দেশে ষষ্ঠবারের মতো অনুষ্ঠিত হওয়া কৃষি শুমারির (শস্য, মৎস্য ও প্রাণিসম্পদ) প্রকল্পের পরিচালক ছিলেন তিনি।