দেশে করোনায় মৃতের সংখ্যা দু’শ ছাড়ালো; মোট আক্রান্ত ১৩১৩৪
দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৭০৯ জন করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৩ হাজার ১৩৪ জনে।
গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭ জন মারা গেছেন। এ নিয়ে দেশে ভাইরাসটিতে ২০৬ জনের প্রাণহানি হলো।
শুক্রবার (৮ মে) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান। দেশের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত এ ব্রিফিং অনলাইনে হয়।
ব্রিফিং এ অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৯৪১ জনের নমুনা পরীক্ষা করা হয়। আর নমুনা সংগ্রহ করা হয় ৫ হাজার ৭২৭টি।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় আরও ১৯১ জন করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট ২ হাজার ১০১ জন সুস্থ হলেন।
০৮ মে (শুক্রবার) এর আপডেট:
গত ২৪ ঘণ্টায় | মোট | |
শনাক্ত | ৭০৯ | ১৩১৩৪ |
মৃত্যু | ৭ | ২০৬ |
সুস্থ | ১৯১ | ২১০১ |
পরীক্ষা | ৫৯৪১ | ১১১৪৫৪ |
এর আগে গতকাল বৃহস্পতিবার দুপুরে আরও ৭০৬ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে বলে জানানো হয় স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে। এছাড়া গতকাল বুলেটিনে করোনায় মৃতের সংখ্যা না জানিয়ে পরে বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে একদিনে দেশে সর্বোচ্চ ১৩ জনের মৃত্যুর খবর প্রকাশ করা হয়ে।
দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।