Lead Newsকরোনাভাইরাসজাতীয়
করোনায় ২৪ ঘণ্টায় ২৪ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৯১০ : স্বাস্থ্য অধিদপ্তর
নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরো ২৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে সাত হাজার ৬৫০ জনে দাঁড়িয়েছে।
এ ছাড়া দেশে নতুন করে আরো ৯১০ জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট পাঁচ লাখ ১৬ হাজার ৯২৯ জন করোনায় আক্রান্ত হয়েছে।
আজ সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে এই তথ্য জানানো হয়েছে। গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৯৬টি নমুনা পরীক্ষা হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৯১৭ জন।
এ নিয়ে দেশে মোট চার লাখ ৬১ হাজার ৫১৫ জন করোনা থেকে সুস্থ হলো।