রাজনীতি
করোনা আক্রান্ত বিএনপি নেতা রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বুধবার (১৭ মার্চ) দুপুরে রাজধানীর পপুলার ডায়াগনস্টিক সেন্টারে টেস্টের পর রিপোর্টে করোনা পজিটিভ আসে।
রিজভীর ঘনিষ্ঠ এক সহকর্মী গণমাধ্যমকে জনিয়েছেন, গত তিন-চার দিন ধরেই তাঁর হালকা জ্বর ছিলো। এর মধ্যে বুধবার হাসপাতালে গেলে ডাক্তারের পরামর্শে তিনি করোনা টেস্ট করান। রিপোর্টে করোনা পজিটিভ আসে।
বর্তমানে তিনি বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: রফিকুল ইসলামের পরামর্শ অনুযায়ী বাসায় আছেন।
দ্রুত সুস্থতার জন্য দলের নেতাকর্মীসহ দেশবাসীর কাছে তিনি দোয়া চেয়েছেন।