করোনা আক্রান্ত হলেন মাশরাফির শাশুড়ি
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন মাশরাফি বিন মতুর্জা এমপির শাশুড়ি হোসনে আরা। খুলনার ল্যাবরেটরিতে হোসেন আরার পরীক্ষা করা হয়।
সোমবার দুপুরে নড়াইলের সিভিল সার্জন আব্দুল মোমেন বলেন, ‘ল্যাব কর্তৃপক্ষ আমাকে এই তথ্য জানিয়েছেন। তবে এখনো আনুষ্ঠানিকভাবে আমি হাতে রিপোর্টটি পাইনি। খুলনার ল্যাব থেকে আমাকে জানানো হয়েছে মাননীয় এমপি মহোদয়ের (মাশরাফি বিন মর্তুজা, নড়াইল ২ আসন) শাশুড়ি এবং তার স্ত্রীর এক ভাগনির করোনাভাইরাস টেস্ট পজিটিভ এসেছে। তবে এখনো ল্যাব থেকে হোসনে আরার কোন রিপোর্ট আমার কাছে এসে পৌঁছায়নি। আর তার আত্মীয়ের (ভাগনি) টেস্ট রিপোর্ট আমি পেয়েছি তার (মাশরাফি) স্ত্রীর মারফত।’
নড়াইল ২ আসনের এমপি মাশরাফি বিন মর্তুজার স্ত্রীর টেস্ট রিপোর্ট ১৩ জুন, গত শনিবার সংগ্রহ করা হয়েছিল।
নড়াইলের সিভিল সার্জন আব্দুল মোমেন জানান-‘ঈদ-উল ফিতরের পর থেকে নড়াইলে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা কিছুটা বেড়েছে।’