করোনা আক্রান্ত হয়ে স্বাস্থ্য সচিবের স্ত্রীর মৃত্যু
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন স্বাস্থ্য সচিব আব্দুল মান্নানের সহধর্মিণী কামরুন্নাহার (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)।
শনিবার দিবাগত রাত ১২টা পর ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মারা যান তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সির সহকারী পরিচালক ডা. আয়েশা আক্তার।
সূত্র জানায়, করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর গত ১০ তারিখ বুধবার তাকে রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে ভর্তি করা হয়। তবে শারীরিক অবস্থার অবনতি হলে শনিবার (১৩ জুন) সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
স্বাস্থ্য সচিবের একান্ত সচিব (উপসচিব) খন্দকার জাকির হোসেন বলেন, কোভিড-১৯ সংক্রমণ ধরা পড়ার পর বাসাতেই ছিলেন কামরুন নাহার। অবস্থার অবনতি হলে ১০ জুন তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়।
“তিনি সিএমএইচের আইসিইউতে ভর্তি ছিলেন। এর আগে তিনি বাসায়ই ছিলেন। উনার হালকা জ্বর হয়েছিল। জ্বর কমে না দেখে পরীক্ষা করে দেখেন যে, ফুসফুসে সংক্রমণ হয়ে গেছে। সেদিনই উনাকে সিএমএইচে ভর্তি করা হয়। সেখানেই মারা গেলেন উনি।”
সম্প্রতি স্বাস্থ্যসেবা বিভাগে বদলি হয়ে এসেছেন আবদুল মান্নান।