করোনাভাইরাসধর্ম ও জীবন
করোনা আতঙ্কে আমির হামজার মাহফিল স্থগিত
এবার করোনাভাইরাসের কারণে মানিকগঞ্জের শিবালয়ের তেওতা এলাকায় মুফতি আমির হামজার মাহফিল বন্ধ রাখা হয়েছে।
বুধবার দুপুরে এই মাহফিল হওয়ার কথা ছিল। ওয়াজ নিয়ে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছিল। মঞ্চ ওপ্যান্ডেলসহ যাবতীয় প্রচার হলেও দেশে করোনাভাইরাস দেখা দেয়ায় এই মাহফিল বন্ধ করা হয়।
তেওতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের জানান, দেশে করোনাভাইরাস দেখা দেয়ায় কমিটি মঙ্গলবার জরুরি বৈঠক করে আপাতত ওয়াজ-মাহফিল স্থগিত করে দিয়েছে।
তিনি আরও বলেন, তেওতা ইউনিয়নের যুবসমাজ ও স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে এই মাহফিলে প্রধান বক্তা হিসেবে আসার কথা ছিল হাফেজ মুফতি আমির হামজার।
এছাড়া প্রধান অতিথি হিসেবে থাকার কথা ছিলেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এএম নাঈমুর রহমান দুর্জয়ের।