করোনাভাইরাসের উপসর্গ নিয়ে রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে গতকাল রোববার সন্ধ্যায় ভর্তি হয়েছিলেন ইতিহাসবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধ্যাপক মুনতাসীর মামুন। ভর্তির পর তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে রাত ১টার দিকে তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়।
আজ সোমবার বিষয়টি এনটিভি অনলাইনকে জানিয়েছেন ওই হাসপাতালের করোনাবিষয়ক মুখপাত্র ও সহকারী অধ্যাপক ডা. মো. মাহবুবুর রহমান কচি।
মো. মাহবুবুর রহমান কচি বলেন, ‘অধ্যাপক মুনতাসীর মামুন করোনাভাইরাসের উপসর্গ নিয়ে ১২ তলায় ১২০৭ নম্বর কেবিনে ভর্তি হয়েছেন। তাঁর শরীরে করোনার উপসর্গ রয়েছে।
গতকাল দিবাগত রাত ১টার দিকে তাঁর শরীরের অবস্থা খারাপ হতে থাকে। এরপর তাঁকে আইসিইউতে নেওয়া হয়েছে। এখনো তিনি আইসিইউতেই আছেন।’
মো. মাহবুবুর রহমান কচি বলেন, ‘এর আগে বাইরে তাঁর করোনাভাইরাস টেস্ট করানো হয়েছিল। সেখানে রিপোর্ট নেগেটিভ এসেছিল। তবে আমরা সকালে তাঁর নমুনা নিয়ে পরীক্ষা করেছি।
বিকেলের দিকে হয়তো আমরা রিপোর্ট হাতে পাব। তবে তাঁর করোনার সব ধরনের উপসর্গই আছে। পরীক্ষার ফল পেলে বোঝা যাবে সবকিছু।’