Lead Newsকরোনাভাইরাসস্বাস্থ্য ও চিকিৎসা

করোনা চিকিৎসায় প্রথমবারের মতো বাংলাদেশে প্লাজমা থেরাপি প্রয়োগ

করোনাভাইরাসের চিকিৎসায় দেশে প্রথমবারের মতো প্লাজমা থেরাপি প্রয়োগ করলো এভার কেয়ার হসপিটাল (সাবেক অ্যাপোলো)।

বুধবার (০৬ মে) এভার কেয়ার হাসপাতালের কর্পোরেট ব্র্যান্ডিং এবং মার্কেটিং কমিউনিকেশন বিভাগের সহকারী ব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন মামুনের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

এতে হাসপাতালের হেমাটোলজি অ্যান্ড স্টেম সেল ট্রান্সপ্লান্ট বিভাগের কো-অর্ডিনেটর ও সিনিয়র কনসালটেন্ট ডা. আবু জাফর মোহাম্মদ সালেহ বলেন, কোভিড-১৯ এ আক্রান্ত জটিল রোগীদের আইসিইউতে নেওয়া হচ্ছে।  ভেন্টিলেশনসহ আরও অনেক সাপোর্ট সিস্টেমের প্রয়োজন হচ্ছে।  নিয়মিত অন্যান্য চিকিৎসার পাশাপাশি কোভিড-১৯ এর সঙ্গে লড়াইয়ের জন্য বিশ্বজুড়ে চলছে হাজারো গবেষণা।  যার মাধ্যমে অন্যতম কার্যকরী একটি সিস্টেম হচ্ছে কনভালসেন্ট প্লাজমা থেরাপি।

তিনি বলেন, কোভিড আক্রান্ত সুস্থ রোগীর দেহ থেকে প্লাজমা সংগ্রহ করে গুরুতর আক্রান্ত অন্য রোগীর দেহে সঞ্চালনের মাধ্যমে তাদের বহুলাংশেই সুস্থ করে তোলা সম্ভব।  এসব রোগীদের ৯৭-৯৮ শতাংশই সুস্থ হচ্ছেন।  আমরা যথেষ্ট আশাবাদী এই চিকিৎসা নিয়ে।

এই ট্রিটমেন্টের সম্ভাবনা ব্যাপক এবং ট্রিটমেন্টের পর রোগী পর্যবেক্ষণও আছেন বলে জানান ডা. আবু জাফর।

করোনা চিকিৎসায় প্লাজমা থেরাপি সম্প্রতি উন্নত বিশ্বের অনেক দেশে সফলভাবে চালু হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × three =

Back to top button