করোনা জয় করেছে ১০ লাখ ৪০ হাজার মানুষ
বৈশ্বিক মহামারি নভেল করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে। শেষ খবর পাওয়া পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়েছে বিশ্বের ৩৩ লাখ ৮ হাজার ৩৫ জন। তাদের মধ্যে বর্তমানে ২০ লাখ ৩৪ হাজার ৭৫৪ জন চিকিৎসাধীন এবং ৫০ হাজার ৯৪৪ জন আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।
তবে ভাইরাসটিতে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছে অনেক মানুষ। এ পর্যন্ত করোনায় আক্রান্তের মধ্যে ১০ লাখ ৩৯ হাজার ১৮২ জনের সুস্থ হওয়ার খবর মিলেছে। বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার এ তথ্য জানিয়েছে।
ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগ থেকে যুক্তরাষ্ট্রে সেরে উঠেছে ১ লাখ ৫২ হাজার ৩২৪ জন, স্পেনে সেরে উঠেছে ১ লাখ ৩৭ হাজার ৯৮৪ জন, চীনের মূল ভূখণ্ডে ৭৭ হাজার ৬৪২ জন, ইরানে ৭৫ হাজার ১০৩ জন, ইতালিতে ৭৫ হাজার ৯৪৫ জন এবং ফ্রান্সে ৪৯ হাজার ৪৭৬ জন সুস্থ হয়ে উঠেছে।
এ ছাড়া তুরস্কে ৪৮ হাজার ৮৮৬ জন, সুইজারল্যান্ডে ২৩ হাজার ৪০০ জন, কানাডায় ২১ হাজার ৪২৩ জন, অস্ট্রিয়ায় ১২ হাজার ৯০৭ জন, বেলজিয়ামে ১১ হাজার ৫৭৬ জন, দক্ষিণ কোরিয়ায় ৯ হাজার ৫৯ জন, অস্ট্রেলিয়ায় ৫ হাজার ৭৩৯ জন এবং মালয়েশিয়ায় ৪ হাজার ১৭১ জন সুস্থ হয়ে উঠেছে।
গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম দেখা দেওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এবং দুই লাখ ২৮ হাজার ১৯৭ জন রোগী মারা গেছে।
গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।