বৈশ্বিক মহামারি নভেল করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে বিশ্বের ২১২টি দেশ ও অঞ্চলে। এ ভাইরাসে সারা বিশ্বে আজ মঙ্গলবার পর্যন্ত আক্রান্ত হয়েছে ৪৮ লাখ ৯০ হাজার ৬৮০ জন। তাদের মধ্যে বর্তমানে ২৬ লাখ ৬৩ হাজার ১৯৪ জন চিকিৎসাধীন এবং ৪৪ হাজার ৭৬৬ জন (২ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।
তবে ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছে অনেক মানুষ। এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে ১৯ লাখ সাত হাজার ৩৬১ জন সুস্থ হয়ে উঠেছে।
বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগে থেকে যুক্তরাষ্ট্রে সেরে উঠেছে তিন লাখ ৫৬ হাজার ৩৮৩ জন, স্পেনে সেরে উঠেছে এক লাখ ৯৬ হাজার ৯৫৮ জন, জার্মানিতে এক লাখ ৫৪ হাজার ৬০০, ইতালিতে এক লাখ ২৭ হাজার ৩২৬, তুরস্কে এক লাখ ১১ হাজার ৫৭৭, ব্রাজিলে এক লাখ ৪৫৯, ইরানে ৯৫ হাজার ৬৬১, চীনের মূল ভূখণ্ডে ৭৮ হাজার ২৪১, রাশিয়ায় ৭০ হাজার ২০৯ জন এবং ফ্রান্সে ৬১ হাজার ৭২৮ জন সুস্থ হয়ে উঠেছে।
এ ছাড়া কানাডায় ৩৯ হাজার ২২৮, সুইজারল্যান্ডে ২৭ হাজার ৬০০, মেক্সিকো ৩৫ হাজার ৩৮৮, অস্ট্রিয়ায় ১৪ হাজার ৬১৪, বেলজিয়ামে ১৪ হাজার ৬৫৭, দক্ষিণ কোরিয়ায় ৯ হাজার ৯৩৮, অস্ট্রেলিয়ায় ছয় হাজার ৩৯২ এবং মালয়েশিয়ায় পাঁচ হাজার ৬১৫ জন সুস্থ হয়ে উঠেছে।
গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম দেখা দেওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এবং তিন লাখ ২০ হাজার ১২৫ জন রোগী মারা গেছে।
গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।