আন্তর্জাতিককরোনাভাইরাস

করোনা জয় করেছে ৩ লাখ ৭৫ হাজার মানুষ

বৈশ্বিক মহামারি নভেল করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে। এ ভাইরাসে আক্রান্ত হয়েছে বিশ্বের বিশ্বের ১৬ লাখ ৯৭ হাজার ৮৪৮ জন। তাদের মধ্যে বর্তমানে ১২ লাখ ১৮ হাজার ৮৯৮ জন চিকিৎসাধীন এবং ৪৯ হাজার ৮২৮ জন (৪ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।

তবে ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছে অনেক মানুষ। এ পর্যন্ত করোনায় আক্রান্তের মধ্যে তিন লাখ ৭৪ হাজার ২৫৪ জন সুস্থ হয়ে ঘরে ফিরেছে।

বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগে থেকে চীনের মূল ভূখণ্ডে সেরে উঠেছে ৭৭ হাজার ৫২৫ জন।

স্পেনে ৫৫ হাজার ৬৬৮, ইরানে ৩৫ হাজার ৪৬৫, ইতালিতে ৩০ হাজার ৪৫৫, যুক্তরাষ্ট্রে ২৭ হাজার ৩১৪ এবং ফ্রান্সে ২৪ হাজার ৯৩২ জন সুস্থ হয়ে উঠেছে।

এ ছাড়া সুইজারল্যান্ডে ১১ হাজার ১০০ জন, দক্ষিণ কোরিয়ায় সাত হাজার ১১৭, কানাডায় ছয় হাজার ১৩, অস্ট্রিয়ায় ছয় হাজার ৬৪, বেলজিয়ামে পাঁচ হাজার ৫৬৮, তুরস্কে দুই হাজার ৪২৩ ও মালয়েশিয়ায় এক হাজার ৮৩০ জন সুস্থ হয়ে উঠেছে।

গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম দেখা দেওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এবং এক লাখ দুই হাজার ৬৯৬ জন রোগী মারা গেছে।

গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × four =

Back to top button