করোনা জয় করে কাজে ফিরেছেন ১৫৬৩ পুলিশ সদস্য
বাংলাদেশ পুলিশের করোনা আক্রান্ত ১ হাজার ৫৬৩ সদস্য সুস্থ হয়ে কাজে ফিরেছেন। আজ শুক্রবার পর্যন্ত পুলিশ সদস্যদের প্রতি তিন জনে একজন সুস্থ হয়েছেন।
পুলিশ সদরদপ্তর থেকে জানানো হয়েছে, এখন পর্যন্ত পুলিশের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ৪ হাজার ৫৪৪ সদস্য করোনা আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে সুস্থতার হার ৩৪ দশমিক ৩৯ শতাংশ।
আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদের নির্দেশনায় করোনা আক্রান্ত পুলিশ সদস্যদের সুচিকিৎসা নিশ্চিত করতে নানামুখি উদ্যোগ নেওয়া হয়েছে।
এর ফলে করোনা আক্রান্ত পুলিশ সদস্যদের সুস্থতার হার একদিকে যেমন দ্রুত বাড়ছে, অন্যদিকে কমছে নতুন করে আক্রান্তের সংখ্যা।
পুলিশ সদস্যদের মধ্যে করোনা সংক্রমণ ঝুঁকি কমাতে আইজিপির নির্দেশে বিভিন্ন ধরনের ব্যবস্থার মধ্যে রয়েছে বেসরকারি হাসপাতাল ভাড়া করা ও সব পুলিশ হাসপাতালে চিকিৎসার জন্য পর্যাপ্ত সংখ্যক উন্নত চিকিৎসা সরঞ্জাম সংযোজন করা।