জাতীয়
করোনা টিকা নিলেন প্রেসিডেন্ট আবদুল হামিদ
করোনাভাইরাসের টিকা নিয়েছেন প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ।
আজ বুধবার বিকেলে তিনি টিকার প্রথম ডোজ নেন। প্রেসিডেন্টের প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
এর আগে গত ৪ঠা মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনাভাইরাসের টিকার প্রথম ডোজ নিয়েছেন।
গত ২৮শে জানুয়ারি রাজধানীর পাঁচটি হাসপাতালে প্রথমবারের মতো করোনার টিকা দেয়া শুরু হয়। পরে গত ৭ই ফেব্রুয়ারি দেশব্যাপী গণটিকাদান কার্যক্রম শুরু হয়। ইতিমধ্যেই অনেক বিশেষ ব্যক্তি ও মন্ত্রীরাও কোভিড-১৯ ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন।