করোনাভাইরাসজাতীয়
করোনা-ডেঙ্গু উভয় টেস্টে পজিটিভ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা!
প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু। সাথে ডেঙ্গুতেও!
বিষয়টি নিশ্চিত করে শরীফ মাহমুদ অপু বলেন, ‘আমার জ্বর হলে প্রথমে টেস্ট করি তাতে ডেঙ্গু পজেটিভ আসে। পরে পুলিশের তত্ত্বাবধানে শের-ই-বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ে করোনা টেস্ট করলে বৃহস্পতিবার করোনা পজেটিভ আসে।’
তিনি ধানমন্ডির বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসকের পরামর্শে চিকিৎসা নিচ্ছেন বলে জানান।
‘স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে নিয়মিত অফিস করতাম। পাশাপাশি করোনা পরিস্থিতিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত করোনাভাইরাস প্রতিরোধে আইশৃংখলা সহায়তা সংক্রান্ত সমন্বয় সেলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছিলাম,’ যোগ করেন অপু।
খবর: ইউএনবি