করোনা থেকে বাঁচতে গোবরে ডুব, ভাইরাল ভিডিও
করোনাভাইরাসকে দূরে রাখতে নানান কাণ্ড ঘটাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশের মানুষ। তেমনি এক উদ্ভট কাণ্ড ঘটিয়ে খবরের শিরোনাম ভারতের কর্নাটকের কয়েকজন।
কর্নাটক প্রদেশের চিত্রদুর্গা জেলার হিরিউর এলাকার চারজনকে একটি গোবরে মেশানো চৌবাচ্চায় গলা পর্যন্ত ডুবিয়ে বসে আছে। তারা করোনা ভাইরাস থেকে নিজেদের মুক্ত রাখতে গরুর গোবর ও মূত্র দিয়ে গোসল করেন।
তাদের সেই গোসলের ভিডিও ইতোমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
ভিডিওতে দেখা যায় চারজনের একজন গোবর দিয়ে গোসলের গুণাবলী ব্যাখ্যা করেছেন এবং কীভাবে এটি করোনভাইরাসকে দূরে রাখতে সহায়তা করতে পারে সে ব্যাপারে কথা বলছেন।
তাদের একজন বলেন, মাসে একবার গোবর দিয়ে গোসল করলে পুরো শরীর পরিষ্কার হয়ে যায়। করোনা ভাইরাসের কারণে গোটা পৃথিবী আতঙ্কিত। তারা গোবর ও গো মূত্রের ব্যবহার শুরু করলে সংক্রমিত হবে না। গরুর গোবর হলো সর্বরোগের ঔষধ।
তিনি আরো বলেন, আমরা যদি সকলেই গোবর দিয়ে গোসল শুরু করি, তবে ভাইরাস থেকে প্রতিরোধ ক্ষমতা অর্জন করতে পারব।
এপর্যন্ত বিশ্বজুড়ে ১ লাখ ৫ হাজারের বেশি মানুষ এ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে; মৃত্যু হয়েছে ৩ হাজার ৫৯৫ জনের। এখনো পর্যন্ত এরোগের কোন টিকা আবিষ্কার হয়নি।