Lead Newsআন্তর্জাতিককরোনাভাইরাস

করোনা থেকে সুস্থ এক কোটি সাড়ে ৪৭ লাখের বেশি মানুষ

বৈশ্বিক মহামারি নভেল করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে। এ ভাইরাসে সারা বিশ্বে আজ মঙ্গলবার পর্যন্ত আক্রান্ত শনাক্ত হয়েছে দুই কোটি ২০ লাখের বেশি মানুষ। তাদের মধ্যে বর্তমানে ৬৪ লাখ ৮০ হাজার ৪৪০ জন চিকিৎসাধীন এবং ৬২ হাজার ৬৫ জন (১ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।

তবে ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছে অনেক মানুষ। এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে এক কোটি ৪৭ লাখ ৮৩ হাজার ৬৭০ জন সুস্থ হয়ে উঠেছে।

বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগ থেকে যুক্তরাষ্ট্রে সেরে উঠেছে ২৯ লাখ ৭৩ হাজার ৫৮৭ জন, ব্রাজিলে ২৪ লাখ ৭৮ হাজার ৪৯৪, ভারতে ১৯ লাখ ৭৬ হাজার ২৪৮, রাশিয়ায় সাত লাখ ৩৬ হাজার ১০১, দক্ষিণ আফ্রিকায় চার লাখ ৭৭ হাজার ৬৭১, পেরুতে তিন লাখ ৬৫ হাজার ৩৬৭, চিলিতে তিন লাখ ৬০ হাজার ৩৮৫, মেক্সিকোতে তিন লাখ ৫৯ হাজার ৩৪৭, ইরানে দুই লাখ ৯৯ হাজার ১৫৭, পাকিস্তানে দুই লাখ ৬৯ হাজার ৮৭, সৌদি আরবে দুই লাখ ৬৮ হাজার ৩৮৫, তুরস্কে দুই লাখ ৩১ হাজার ৯৭১, ইতালিতে দুই লাখ তিন হাজার ৯৬৮, জার্মানিতে দুই লাখ দুই হাজার ৯০০, স্পেনে এক লাখ ৯৭ হাজার ৪৩১, বাংলাদেশে এক লাখ ৬০ হাজার ৫৯১, কাতারে এক লাখ ১২ হাজার ৮৮, কানাডায় এক লাখ ৯ হাজার ৫৯, ফ্রান্সে ৮৪ হাজার ৬৫ জন এবং চীনের মূল ভূখণ্ডে ৭৯ হাজার ৬৪২ জন সুস্থ হয়ে উঠেছে।

এ ছাড়া কুয়েতে ৬৮ হাজার ৬৩৩ জন, সংযুক্ত আরব আমিরাতে ৫৭ হাজার ৭৯৪, সিঙ্গাপুরে ৫২ হাজার ৩৫০, সুইজারল্যান্ডে ৩৩ হাজার ৩০০, দক্ষিণ কোরিয়ায় ১৩ হাজার ৯৩৪, অস্ট্রেলিয়ায় ১৪ হাজার ৫৩৯ ও মালয়েশিয়ায় আট হাজার ৮৭৬ জন সুস্থ হয়ে উঠেছে।

গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম দেখা দেওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এবং সাত লাখ ৭৩ হাজার ২০ জন রোগী মারা গেছে।

গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − four =

Back to top button