Lead Newsকরোনাভাইরাসস্বাস্থ্য ও চিকিৎসা

করোনা থেকে সুস্থ এক কোটি ৭৩ লাখ মানুষ

বৈশ্বিক মহামারি নভেল করোনাভাইরাসে সারা বিশ্বে আজ শনিবার পর্যন্ত আক্রান্ত শনাক্ত হয়েছে দুই কোটি ৪৯ লাখের বেশি মানুষ। তাদের মধ্যে বর্তমানে ৬৭ লাখ ৬৮ হাজার ২২৩ জন চিকিৎসাধীন এবং ৬১ হাজার ১৮৮ জন (১ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। তবে ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছে অনেক মানুষ। এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে প্রায় এক কোটি ৭৩ লাখ জন সুস্থ হয়ে উঠেছে।

বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগ থেকে যুক্তরাষ্ট্রে সেরে উঠেছে ৩৩ লাখ ৭৫ হাজার ৮৩৮ জন, ব্রাজিলে ২৯ লাখ ৭৬ হাজার ৭৯৬, ভারতে ২৬ লাখ ৪৭ হাজার ৫৩৮, রাশিয়ায় সাত লাখ ৯৮ হাজার ৪৬৬, দক্ষিণ আফ্রিকায় পাঁচ লাখ ৩৩ হাজার ৯৩৫, পেরুতে চার লাখ ৩৮ হাজার ১৭, মেক্সিকোতে চার লাখ চার হাজার ৬৬৭, চিলিতে তিন লাখ ৭৯ হাজার ৪৫২, ইরানে তিন লাখ ১৮ হাজার ২৭০, পাকিস্তানে দুই লাখ ৭৯ হাজার ৯৩৭, সৌদি আরবে দুই লাখ ৮৭ হাজার ৪০৩, তুরস্কে দুই লাখ ৪১ হাজার ৮০৯, ইতালিতে দুই লাখ ছয় হাজার ৯০২, জার্মানিতে দুই লাখ ১৭ হাজার ৬১, স্পেনে এক লাখ ৯৭ হাজার ৪৩১ জন, বাংলাদেশে এক লাখ ৯৬ হাজার ৮৩৬, কাতারে এক লাখ ১৫ হাজার ১৭, কানাডায় এক লাখ ১৩ হাজার ২৩৪, ফ্রান্সে ৮৬ হাজার ১৭৭ জন, চীনের মূল ভূখণ্ডে ৮০ হাজার ১২৬ জন এবং ওমানে ৭৯ হাজার ৬০৮ সুস্থ হয়ে উঠেছে।

এ ছাড়া কুয়েতে ৭৫ হাজার ৩২০ জন, সংযুক্ত আরব আমিরাতে ৫৯ হাজার ৮৬১, সিঙ্গাপুরে ৫৫ হাজার ৩৩৭, সুইজারল্যান্ডে ৩৪ হাজার ৮০০, দক্ষিণ কোরিয়ায় ১৪ হাজার ৭৬৫, অস্ট্রেলিয়ায় ২০ হাজার ৬৩৩ ও মালয়েশিয়ায় ৯ হাজার ৩০ জন সুস্থ হয়ে উঠেছে।

গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম দেখা দেওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১৩টি দেশ, অঞ্চল এবং দুটি আন্তর্জাতিক প্রমোদতরীতে এ ভাইরাসে  ছড়িয়েছে। করোনাভাইরাসে সারা বিশ্বে এখন পর্যন্ত আট লাখ ৪১ হাজার ২৯০ জন রোগী মারা গেছে।

গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × four =

Back to top button