করোনা থেকে সুস্থ এক কোটি ৭৯ লাখ মানুষ
বৈশ্বিক মহামারি নভেল করোনাভাইরাসে সারা বিশ্বে আজ মঙ্গলবার পর্যন্ত আক্রান্ত শনাক্ত হয়েছে দুই কোটি ৫৬ লাখের বেশি মানুষ। তাদের মধ্যে বর্তমানে ৬৮ লাখ ৪০ হাজার ৪৫৬ জন চিকিৎসাধীন এবং ৬১ হাজার ১৫৬ জন (১ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। তবে ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছে অনেক মানুষ। এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে প্রায় এক কোটি ৭৯ লাখ ৩৭ হাজার ৬২ জন সুস্থ হয়ে উঠেছে।
বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগ থেকে যুক্তরাষ্ট্রে সেরে উঠেছে ৩৪ লাখ ৫৬ হাজার ২৬৩ জন, ব্রাজিলে ৩০ লাখ ৯৭ হাজার ৭৩৪, ভারতে ২৮ লাখ ৩৭ হাজার ৩৭৭, রাশিয়ায় আট লাখ ৯ হাজার ৩৮৭, দক্ষিণ আফ্রিকায় পাঁচ লাখ ৪০ হাজার ৯২৩, পেরুতে চার লাখ ৬২ হাজার ৩২৯, কলম্বিয়ায় চার লাখ ৫৯ হাজার ৪৭৫, মেক্সিকোতে চার লাখ ১৬ হাজার ৭৩৮, চিলিতে তিন লাখ ৮৩ হাজার ৮৮৯, ইরানে তিন লাখ ২৩ হাজার ২৩৩, পাকিস্তানে দুই লাখ ৮০ হাজার ৬৮২, সৌদি আরবে দুই লাখ ৯০ হাজার ৭৯৬, তুরস্কে দুই লাখ ৪৪ হাজার ৯২৬, জার্মানিতে দুই লাখ ১৯ হাজার ৯০০, ইতালিতে দুই লাখ সাত হাজার ৬৫৩, বাংলাদেশে দুই লাখ চার হাজার ৮৮৭, কাতারে এক লাখ ১৫ হাজার ৬৬৭, কানাডায় এক লাখ ১৪ হাজার ২২৭, ফ্রান্সে ৮৬ হাজার ৪৬৯, চীনের মূল ভূখণ্ডে ৮০ হাজার ২০৮ এবং ওমানে ৮০ হাজার ৮১০ জন সুস্থ হয়ে উঠেছে।
এ ছাড়া কুয়েতে ৭৭ হাজার ২২৪ জন, সংযুক্ত আরব আমিরাতে ৬০ হাজার ৯৩১, সিঙ্গাপুরে ৪১ হাজার ৯৬১, সুইজারল্যান্ডে ৩৬ হাজার ১০০, দক্ষিণ কোরিয়ায় ১৫ হাজার ১৯৮, অস্ট্রেলিয়ায় ২১ হাজার ৩৫০ ও মালয়েশিয়ায় ৯ হাজার ৫৪ জন সুস্থ হয়ে উঠেছে।
গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম দেখা দেওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১৩টি দেশ, অঞ্চল এবং দুটি আন্তর্জাতিক প্রমোদতরীতে এ ভাইরাস ছড়িয়েছে। করোনাভাইরাসে সারা বিশ্বে এখন পর্যন্ত আট লাখ ৫৪ হাজার ৬৮৫ জন রোগী মারা গেছে।
গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।