Lead Newsকরোনাভাইরাস

সারাবিশ্বে করোনা থেকে সুস্থ ৩ কোটি ৪৩ লাখেরও বেশি

করোনাভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৪ কোটি ৭৮ লাখ ৪৪ হাজার ৮১১ জন। ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছেন ৩ কোটি ৪৩ লাখ ৫২ হাজার ৭১১ জন।

আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়াল্ডওমিটারস এই তথ্য জানিয়েছে। ওয়েবসাইটটির তথ্যমতে, প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১২ লাখ ২০ হাজারের বেশি মানুষের।

ওয়াল্ডওমিটারসের পরিসংখ্যান অনুযায়ী করোনায় এখন পর্যন্ত সবচেয়ে সংক্রমণ ও মৃত্যু বেশি হয়েছে যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৯৬ লাখ ৯২ হাজার ৫২৮ জন। মৃত্যু হয়েছে ২ লাখ ৩৮ হাজার ৬৪১ জনের।

দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন ৮৩ লাখ ১২ হাজার ৯৪৭ জন এবং মারা গেছে ১ লাখ ২৩ হাজার ৬৫০ জন।

তৃতীয় অবস্থানে থাকা ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় ৫৫ লাখ ৬৭ হাজার ১২৬ জনের বেশি মানুষ সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ১ লাখ ৬০ হাজার ৫৪৮ জনের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × two =

Back to top button