Lead Newsকরোনাভাইরাসস্বাস্থ্য ও চিকিৎসা

করোনা থেকে সুস্থ ৮৭ লাখ ৩৫ হাজারের বেশি মানুষ

বৈশ্বিক মহামারি নভেল করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে। এ ভাইরাসে সারা বিশ্বে আজ সোমবার পর্যন্ত আক্রান্ত শনাক্ত হয়েছে এক কোটি ৪৬ লাখ ৪০ হাজারের বেশি মানুষ। তাদের মধ্যে বর্তমানে ৫২ লাখ ৯৬ হাজার ৭১৩ জন চিকিৎসাধীন এবং তাদের মধ্যে ৫৯ হাজার ৮১৯ জন (১ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। তবে ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছে অনেক মানুষ। এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে ৮৭ লাখ ৩৫ হাজার ১৫৮ জন সুস্থ হয়ে উঠেছে।

বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগে থেকে যুক্তরাষ্ট্রে সেরে উঠেছে ১৮ লাখ দুই হাজার ৩৩৮ জন, ব্রাজিলে ১৩ লাখ ৭১ হাজার ২২৯, ভারতে সাত লাখ ৩৯৯, রাশিয়ায় পাঁচ লাখ ৫০ হাজার ৩৪৪ জন, চিলিতে তিন লাখ এক হাজার ৭৯৪, পেরুতে দুই লাখ ৪১ হাজার ৯৫৫, ইরানে দুই লাখ ৩৭ হাজার ৭৮৮, মেক্সিকোতে দুই লাখ ১৭ হাজার ৪২৩, পাকিস্তানে দুই লাখ চার হাজার ২৭৬, তুরস্কে দুই লাখ দুই হাজার ১০, স্পেনে এক লাখ ৯৬ হাজার ৯৫৮ জন, ইতালিতে এক লাখ ৯৬ হাজার ৯৪৯, জার্মানিতে এক লাখ ৮৭ হাজার ৮০০, সৌদি আরবে এক লাখ ৯৭ হাজার ৭৩৫,  দক্ষিণ আফ্রিকায় এক লাখ ৯১ হাজার ৫৯, বাংলাদেশে এক লাখ ১১ হাজার ৬৪২, কাতারে এক লাখ তিন হাজার ৩৭৭, কানাডায় ৯৭ হাজার ৫১ জন, ফ্রান্সে ৭৯ হাজার ২৩৩ জন এবং চীনের মূল ভূখণ্ডে ৭৮ হাজার ৭৯৯  সুস্থ হয়ে উঠেছে।

এ ছাড়া সংযুক্ত আরব আমিরাতে ৪৯ হাজার ২৬৯, কুয়েতে ৪৯ হাজার ৬৮৭, সিঙ্গাপুরে ৪৪ হাজার ৮৬, সুইজারল্যান্ডে ৩০ হাজার ৩০০, দক্ষিণ কোরিয়ায় ১২ হাজার ৫৭২, মালয়েশিয়ায় আট হাজার ৫৫৩ জন এবং অস্ট্রেলিয়ায় আট হাজার ৪৪৪ জন সুস্থ হয়ে উঠেছে।

গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম দেখা দেওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এবং পাঁচ লাখ ৭৫ হাজার ৫২৫ জন রোগী মারা গেছে।

গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 4 =

Back to top button