Lead Newsআন্তর্জাতিককরোনাভাইরাস

করোনা থেকে সুস্থ ৯৩ লাখ ৪৮ হাজারের বেশি মানুষ

বৈশ্বিক মহামারি নভেল করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে। এ ভাইরাসে সারা বিশ্বে আজ বৃহস্পতিবার পর্যন্ত আক্রান্ত শনাক্ত হয়েছে এক কোটি ৫৩ লাখ ৭১ হাজারের বেশি মানুষ। তাদের মধ্যে বর্তমানে ৫৩ লাখ ৯২ হাজার ৯৩৭ জন চিকিৎসাধীন এবং তাদের মধ্যে ৬৬ হাজার ১৭০ জন (১ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। তবে ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছে অনেক মানুষ। এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে ৯৩ লাখ ৪৮ হাজার ৭৬১ জন সুস্থ হয়ে উঠেছে।

বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগে থেকে যুক্তরাষ্ট্রে সেরে উঠেছে ১৯ লাখ ৪২ হাজার ৬৩৭ জন, ব্রাজিলে ১৫ লাখ ৩২ হাজার ১৩৮, ভারতে সাত লাখ ৮৪ হাজার ২৬৬, রাশিয়ায় পাঁচ লাখ ৭২ হাজার ৫৩ জন, চিলিতে তিন লাখ ৯ হাজার ২৪১, পেরুতে দুই লাখ ৫২ হাজার ২৪৬, ইরানে দুই লাখ ৪৪ হাজার ৮৪০, মেক্সিকোতে দুই লাখ ৩১ হাজার ৪০৩, দক্ষিণ আফ্রিকায় দুই লাখ ২৯ হাজার ১৭৫, পাকিস্তানে দুই লাখ ১০ হাজার ৪৬৮, সৌদি আরবে দুই লাখ ১০ হাজার ৩৯৮,  তুরস্কে দুই লাখ পাঁচ হাজার ২১৪, স্পেনে এক লাখ ৯৭ হাজার ৪৩১ জন, ইতালিতে এক লাখ ৯৭ হাজার ৬২৮, জার্মানিতে এক লাখ ৮৮ হাজার ৬০০,  বাংলাদেশে এক লাখ ১৭ হাজার ২০২, কাতারে এক লাখ চার হাজার ৬৪১, কানাডায় ৯৮ হাজার ১৪২ জন, ফ্রান্সে ৭৯ হাজার ৯৫৭ জন এবং চীনের মূল ভূখণ্ডে ৭৮ হাজার ৮৫৫ সুস্থ হয়ে উঠেছে।

এ ছাড়া সংযুক্ত আরব আমিরাতে ৫০ হাজার ৩৫৪, কুয়েতে ৫১ হাজার ৫২০, সিঙ্গাপুরে ৪৪ হাজার ৭৯৫, সুইজারল্যান্ডে ৩০ হাজার ৩০০, দক্ষিণ কোরিয়ায় ১২ হাজার ৭৫৮, অস্ট্রেলিয়ায় আট হাজার ৬৫৪ এবং মালয়েশিয়ায় আট হাজার ৫৬৬ জন  সুস্থ হয়ে উঠেছে।

গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম দেখা দেওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এবং পাঁচ লাখ ৭৫ হাজার ৫২৫ জন রোগী মারা গেছে।

গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 1 =

Back to top button