Lead Newsআন্তর্জাতিককরোনাভাইরাস

করোনা থেকে সেরে উঠেছে প্রায় সাড়ে ২২ লাখ মানুষ

বৈশ্বিক মহামারি নভেল করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে। এ ভাইরাসে সারা বিশ্বে আজ রোববার পর্যন্ত আক্রান্ত হয়েছে ৫৪ লাখ এক হাজার ৬১২ জন। তাদের মধ্যে বর্তমানে ২৮ লাখ ১০ হাজার ৬৫৭ জন চিকিৎসাধীন এবং ৫৩ হাজার ৫৬২ জন (২ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।

তবে ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছে অনেক মানুষ। এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে ২২ লাখ ৪৭ হাজার ১৫১ জন সুস্থ হয়ে উঠেছে।

বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগে থেকে যুক্তরাষ্ট্রে সেরে উঠেছে চার লাখ ৪৬ হাজার ৯১৪ জন, স্পেনে সেরে উঠেছে এক লাখ ৯৬ হাজার ৯৫৮ জন, জার্মানিতে এক লাখ ৫৯ হাজার ৯০০, ইতালিতে এক লাখ ৩৮ হাজার ৮৪০, তুরস্কে এক লাখ ১৭ হাজার ৬০২, ব্রাজিলে এক লাখ ৪২ হাজার ৫৮৭, রাশিয়ায় এক লাখ সাত হাজার ৯৩৬ জন, ইরানে  এক লাখ চার হাজার ৭২, চীনের মূল ভূখণ্ডে ৭৮ হাজার ২৬১ এবং ফ্রান্সে ৬৪ হাজার ৫৪৭ জন সুস্থ হয়ে উঠেছে।

এ ছাড়া কানাডায় ৪৩ হাজার ৩০৫, সুইজারল্যান্ডে ২৮ হাজার,  মেক্সিকো ৪৪ হাজার ৯১৯, বেলজিয়ামে ১৫ হাজার ১৫৫, অস্ট্রিয়ায় ১৫ হাজার ৩৭, দক্ষিণ কোরিয়ায় ১০ হাজার ২১৩, অস্ট্রেলিয়ায় ছয় হাজার ৪৯৪ এবং মালয়েশিয়ায় পাঁচ হাজার ৯১২ জন সুস্থ হয়ে উঠেছে।

গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম দেখা দেওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এবং তিন লাখ ৪৩ হাজার ৮০৪ জন রোগী মারা গেছে।

গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × two =

Back to top button