বৈশ্বিক মহামারি নভেল করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে। এ ভাইরাসে সারা বিশ্বে আজ শনিবার পর্যন্ত আক্রান্ত শনাক্ত হয়েছে ৬০ লাখ ৩০ হাজারের বেশি মানুষ। তাদের মধ্যে বর্তমানে সাড়ে ৩০ লাখ চার হাজার ২৩৫ জন চিকিৎসাধীন এবং তাদের মধ্যে ৫৩ হাজার ৭৩৫ জন (২ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।
তবে ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছে অনেক মানুষ। এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে ২৬ লাখ ৫৯ হাজার ২৫০ জন সুস্থ হয়ে উঠেছে।
বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগে থেকে যুক্তরাষ্ট্রে সেরে উঠেছে পাঁচ লাখ ১৯ হাজার ৫৬৯ জন, স্পেনে সেরে উঠেছে এক লাখ ৯৬ হাজার ৯৫৮ জন, ব্রাজিলে এক লাখ ৯৩ হাজার ১৮১, জার্মানিতে এক লাখ ৬৪ হাজার ১০০, রাশিয়ায় এক লাখ ৫৯ হাজার ২৫৭ জন, ইতালিতে এক লাখ ৫২ হাজার ৮৪৪, তুরস্কে এক লাখ ২৫ হাজার ৯৬৩, ইরানে এক লাখ ১৪ হাজার ৯৩১, চীনের মূল ভূখণ্ডে ৭৮ হাজার ২৯১ এবং ফ্রান্সে ৬৭ হাজার ৮০৩ জন সুস্থ হয়ে উঠেছে।
এ ছাড়া মেক্সিকোতে ৫৯ হাজার ৬১০, কানাডায় ৪৭ হাজার ৫১৮, সুইজারল্যান্ডে ২৮ হাজার ৩০০, বেলজিয়ামে ১৫ হাজার ৬৮২, অস্ট্রিয়ায় ১৫ হাজার ৩৪৭, দক্ষিণ কোরিয়ায় ১০ হাজার ৩৯৮, অস্ট্রেলিয়ায় ছয় হাজার ৫৮২ এবং মালয়েশিয়ায় ছয় হাজার ২৩৫ জন সুস্থ হয়ে উঠেছে।
গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম দেখা দেওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এবং তিন লাখ ৬৬ হাজার ৮০৯ জন রোগী মারা গেছে।
গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।