করোনা থেকে সেরে উঠেছে ২৯ লাখের বেশি মানুষ
বৈশ্বিক মহামারি নভেল করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে। এ ভাইরাসে সারা বিশ্বে আজ মঙ্গলবার পর্যন্ত আক্রান্ত শনাক্ত হয়েছে ৬৩ লাখ ৬৫ হাজারের বেশি মানুষ। তাদের মধ্যে বর্তমানে ৩০ লাখ ৮৪ হাজার ৬৫১ জন চিকিৎসাধীন এবং তাদের মধ্যে ৫৩ হাজার ৪০২ জন (২ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।
তবে ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছে অনেক মানুষ। এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে ২৯ লাখ তিন হাজার ৪১৮ জন সুস্থ হয়ে উঠেছে।
এ ছাড়া মেক্সিকোতে ৬৭ হাজার ৪৯১, সৌদি আরবে ৬৪ হাজার ৩০৪, কানাডায় ৪৯ হাজার ৭২৬, সুইজারল্যান্ডে ২৮ হাজার ৫০০, বেলজিয়ামে ১৫ হাজার ৯১৯, অস্ট্রিয়ায় ১৫ হাজার ৫৯৬, বাংলাদেশে ১০ হাজার ৫৯৭, দক্ষিণ কোরিয়ায় ১০ হাজার ৪৪৬, অস্ট্রেলিয়ায় ছয় হাজার ৬১৯ এবং মালয়েশিয়ায় ছয় হাজার ৪০৪ জন সুস্থ হয়ে উঠেছে।
গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম দেখা দেওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এবং তিন লাখ ৭৭ হাজার ৪০৪ জন রোগী মারা গেছে।
গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।