Lead Newsকরোনাভাইরাসস্বাস্থ্য ও চিকিৎসা

করোনা থেকে সেরে উঠেছে ৮২ লাখ ৭৭ হাজার মানুষ

বৈশ্বিক মহামারি নভেল করোনাভাইরাসে প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা। এ ছাড়া পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সারি। এখন পর্যন্ত এ ভাইরাসে বিশ্বজুড়ে মৃত্যু হয়েছে পাঁচ লাখ ৯২ হাজার ৬৩১ জনের। এ ছাড়া আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক কোটি ৩৯ লাখ ৪৪ হাজার ২৩২ জনে।

এত মৃত্যু আর আক্রান্তের ভিড়ে সুস্থ হওয়ার খবরও মিলছে। শেষ খবর পাওয়া পর্যন্ত করোনাভাইরাস থেকে সেরে উঠেছে ৮২ লাখ ৭৭ হাজার ৭১৫ জন। এ ছাড়া চিকিৎসাধীন ৫০ লাখ ৭৬ হাজার ২০৪ জন। করোনাভাইরাসের পরিসংখ্যান জানার ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার এসব তথ্য দিয়েছে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগ থেকে যুক্তরাষ্ট্রে সেরে উঠেছে ১৬ লাখ ৭৯ হাজার ৬৩৩ জন, ব্রাজিলে ১৩ লাখ ৬৬ হাজার ৭৭৫, রাশিয়ায় পাঁচ লাখ ৩১ হাজার ৬৯২, ভারতে ছয় লাখ ৩৬ হাজার ৬০২, চিলিতে দুই লাখ ৯৫ হাজার ৩০১, ইরানে দুই লাখ ৩০ হাজার ৬০৮, পেরুতে দুই লাখ ৩০ হাজার ৯৯৪, মেক্সিকোতে দুই লাখ তিন হাজার ৪৬৪, তুরস্কে এক লাখ ৯৮ হাজার ৮২০, ইতালিতে এক লাখ ৯৬ হাজার ২৪১, জার্মানিতে এক লাখ ৮৬ হাজার ৪০০, সৌদি আরবে এক লাখ ৮৭ হাজার ৬২২, পাকিস্তানে এক লাখ ৭৮ হাজার ৭৩৭, দক্ষিণ আফ্রিকায় এক লাখ ৬৫ হাজার ৫৯১, কাতারে এক লাখ দুই হাজার ১৬৮, বাংলাদেশে এক লাখ ছয় হাজার ৯৬৩, চীনের মূল ভূখণ্ডে ৭৮ হাজার ৭৩৭ এবং ফ্রান্সে ৭৯ হাজার ৩৬ জন সুস্থ হয়ে উঠেছে।

এ ছাড়া কানাডায় ৭২ হাজার ৮৩৬ জন, সংযুক্ত আরব আমিরাতে ৪৭ হাজার ৪১২, কুয়েতে ৪৭ হাজার ৫৪৫, সিঙ্গাপুরে ৪৩ হাজার ২৫৬, সুইজারল্যান্ডে ২৯ হাজার ৯০০, দক্ষিণ কোরিয়ায় ১২ হাজার ৪৬০, মালয়েশিয়ায় আট হাজার ৫৩৮ ও অস্ট্রেলিয়ায় আট হাজার ৩৬ জন সুস্থ হয়ে উঠেছে।

গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম দেখা দেওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এবং পাঁচ লাখ ৬৭ হাজার ৬২৮ জন রোগী মারা গেছে।

গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 + 13 =

Back to top button