করোনা: দুই কোটি ১০ লাখ মানুষ সুস্থ
বৈশ্বিক মহামারি নভেল করোনাভাইরাসে সারা বিশ্বে আজ সোমবার পর্যন্ত আক্রান্ত শনাক্ত হয়েছে দুই কোটি ৯১ লাখের বেশি মানুষ। তাদের মধ্যে বর্তমানে ৭২ লাখ ২৬ হাজার ৪৮১ চিকিৎসাধীন এবং ৬০ হাজার ৪৬৩ জন (১ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। তবে ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছে অনেক মানুষ। এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে দুই কোটি ১০ লাখ ২৫ হাজার ২৮৩ জন সুস্থ হয়ে উঠেছে।
বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগ থেকে যুক্তরাষ্ট্রে সেরে উঠেছে ৩৯ লাখ ৭৪ হাজার ৯৪৯ জন, ভারতে ৩৭ লাখ ৭৭ হাজার ৪৪, ব্রাজিলে ৩৫ লাখ ৭৩ হাজার ৯৫৮, রাশিয়ায় আট লাখ ৭৬ হাজার ২২৫, দক্ষিণ আফ্রিকায় পাঁচ লাখ ৭৭ হাজার ৯০৬ জন, পেরুতে পাঁচ লাখ ৬৬ হাজার ৭৯৬, কলোম্বিয়ায় পাঁচ লাখ ৯৯ হাজার ৩৮৫, মেক্সিকোতে চার লাখ ৭১ হাজার ৬২৩, চিলিতে চার লাখ ছয় হাজার ৩২৬, ইরানে তিন লাখ ৪৬ হাজার ২৪২, সৌদি আরবে তিন লাখ দুই হাজার ৮৭০, পাকিস্তানে দুই লাখ ৮৯ হাজার ৪২৯, তুরস্কে দুই লাখ ৫৮ হাজার ৮৩৩, জার্মানিতে দুই লাখ ৩৫ হাজার ৭০০, বাংলাদেশে দুই লাখ ৪০ হাজার ৬৪৩, ইতালিতে দুই লাখ ১৩ হাজার ৬৩৪, স্পেনে এক লাখ ৯৭ হাজার ৪৩১ জন, কাতারে এক লাখ ১৮ হাজার ৬৮২, কানাডায় এক লাখ ২০ হাজার ৪৩১, ফ্রান্সে ৮৯ হাজার ৫৯ জন, ওমানে ৮৩ হাজার ৭৭১ এবং চীনের মূল ভূখণ্ডে ৮০ হাজার ৩৯৯ জন সুস্থ হয়ে উঠেছে।
এ ছাড়া কুয়েতে ৮৪ হাজার ৯৯৫ জন, সংযুক্ত আরব আমিরাতে ৬৯ হাজার ৪৫১, সিঙ্গাপুরে ৫৬ হাজার ৭৬৪, সুইজারল্যান্ডে ৩৮ হাজার ৯০০, দক্ষিণ কোরিয়ায় ১৮ হাজার ৪৮৯, অস্ট্রেলিয়ায় ২৩ হাজার ৪৬২ ও মালয়েশিয়ায় ৯ হাজার ১৯৬ জন সুস্থ হয়ে উঠেছে।
গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম দেখা দেওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১৩টি দেশ, অঞ্চল এবং দুটি আন্তর্জাতিক প্রমোদতরীতে ছড়িয়েছে। করোনাভাইরাসে সারা বিশ্বে এখন পর্যন্ত ৯ লাখ ২৮ হাজার ২০৮ জন রোগী মারা গেছে।
গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।