করোনা নিয়ে সুখবর দিল বিশ্ব সাস্থ্য সংস্থা
করোনাভাইরাসে প্রকোপে থমকে গেছে গোটা বিশ্ব। কীভাবে এ ভাইরাস থেকে মুক্তি পাওয়া যাবে তা নিয়ে মাথার ঘাম পায়ে ফেলছেন বিভিন্ন দেশের স্বাস্থ্য বিজ্ঞানীরা। করোনা নিয়ে অবশেষে আশার কথা শোনালেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান।
শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে হু চিফ তেদ্রস আধানম ঘেব্রেসাস বলেন, দু’বছরের মধ্যে করোনা অতিমারি থেকে মুক্তি পাবে বিশ্ব। বিশ্ব থেকে স্প্যানিশ ফ্লু বিদায় নিতে যা সময় লেগেছিল, তার থেকেও কম সময়ে করোনাভাইরাস বিদায় নেবে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার হেডকোয়ার্টারে বসে তিনি আরও বলেন, বর্তমান গ্লোবালাইজেশনের একটা খারাপ দিক রয়েছে, যার জন্য অতিদ্রুত বিদ্যুৎ গতিতে করোনাভাইরাস সারা পৃথিবীজুড়ে ছড়িয়ে পড়েছে। আবার বর্তমানে একটা ভালো দিকও রয়েছে আর তা হলো উন্নত প্রযুক্তি।
তিনি বলেন, ভ্যাকসিনসহ একাধিক উপায়ে ব্যবহার করে স্প্যানিশ ফ্লু এর থেকেও কম সময়ের মধ্যে আমরা করোনা থেকে মুক্তি পাব। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত বিশ্বে মৃত্যু হয়েছে ৮ লাখেরও বেশি মানুষের। বিশ্বজুড়ে আক্রান্ত হয়েছেন ২ কোটি ৩০ লাখ মানুষ। কিন্তু হিসাব বলছে, আধুনিক ইতিহাসে সবচেয়ে মারাত্মক অতিমারি হলো স্প্যানিশ ফ্লু। স্পানিশ ফ্লু-তে মৃত্যু হয়েছিল ৫০ মিলিয়ন বা পাঁচ কোটি মানুষের। আর বিশ্বজুড়ে আক্রান্ত হয়েছিল ৫০০ মিলিয়ন মানুষ।
আমেরিকাতে প্রথম ধরা পড়েছিল এ ভাইরাস। পরে তা ইউরোপে ছড়িয়ে পড়ে। এই মহামারি তিনটি ওয়েভ এসেছিল, তার মধ্যে সব থেকে মারাত্মক ছিল সেকেন্ড ওয়েভ, যার শুরু ১৯১৮ সালের দ্বিতীয়ার্ধে।
পরে সেই ভাইরাস একটা সাধারণ ফ্লু এর আকার নেয়, সিজনাল বা ঋতুভিত্তিক হয়ে পড়ে। হু-এর এক কর্তার কথায় এভাবেই অনেক মহামারি ভাইরাস পরবর্তীকালে ঋতুভিত্তিক ভাইরাসে পরিণত হয়।